মাইনসেট

ন্যায়ের প্রতি আবেগ থাকা অত্যন্ত মহৎ গুণ। তবে সেই আবেগকে নিয়ন্ত্রণে রাখাও জররী, যেন অতি আবেগে আসল ন্যায় থেকে বিচ্যুত না হয়ে যাই।

সম্প্রতি ব্যারিস্টার সুমনের গ্রেপ্তারের ঘটনার পর আমরা অনেকেই সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া প্রকাশ করেছি। কিছু পোস্টে দেখা যাচ্ছে, আল্লাহর নাম উল্লেখ করে এভাবে বলা হচ্ছে –

 “শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, আমি ব্যারিস্টার সুমন কট খেয়েছি / পুলিশের সাথে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি।”

ভাই, এই বাক্যের পেছনের অভিব্যক্তিটি নিয়ে একটু ভাবে দেখুন। আপনি এখানে কোন আবেগ নিয়ে কথাটি বলেছেন ?  আল্লাহর সম্মানে বলেছেন নাকি ব্যারিস্টার সুমনকে ব্যঙ্গ করে বলেছেন? নিশ্চিত ব্যারিস্টার সুমনকে ব্যঙ্গ করেই বলেছেন। 

যাই হোক, ব্যারিস্টার সুমন লাইভে এসে কথাটি কিন্তু আল্লাহর সম্মানেই বলতেন।

মনে রাখা উচিত, ব্যারিস্টার সুমনকে ব্যঙ্গ করে বলেলেও কথাটি কিন্তু সর্বশক্তিমান আল্লাহ তায়ালার। আর মহান  আল্লাহর নাম নিয়ে মজা করা বা ব্যঙ্গার্থে ব্যবহার করা চরম দৃষ্টতার প্রমাণ। আশা করি সবাই কথাটি না বুঝেই বলেছে। কারণ জেনে বুঝে কোন মুসলমান আল্লাহর নাম নিয়ে মজা করতে পারে না।

যাই হোক,  এ ব্যাপারে সতর্কতা অত্যন্ত জরুরী।

আশা করি আমার বার্তা বুঝতে পেরেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top